শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারাতে মাটিকাটায় ভাটা মালিক’কে একলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারায় ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় গুইমারার ছনখলা উতুল পাড়াতে অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।

তিনি মাটিকাটার স্থলে যাওয়ার সংবাদ পেয়ে এস্কেবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়। বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় ধরা পড়ে।

মাটিভর্তি ২টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্গন আইনের ১৫ (১) এর ক উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!