আল-মামুন,খাগড়াছড়ি :: আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রণ বিক্রম ত্রিপুরা,সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মনির খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক চন্দন কুমার দে’সহ সংগঠনের সিনিয়র নেতারা অংশ নেয়।
এ সময় নৌকার মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বলেন, পৌর নির্বাচনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। তার বিপরীতে কেউ নির্বাচন করলে সাংগঠনিক ভাবে কেন্দ্রকে জানানো হবে। কেন্দ্রই সাংগঠনিক নিয়মে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় তিনি মেয়র নির্বাচিত হলে, পৌরসভায় বিভিন্ন কাজের ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে ঠিকাদার কাজ বন্টনসহ পৌরসভাকে জন কল্যাণমূখী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও পৌর করের ক্ষেত্রেও নিয়ম অনুসরণ করে পৌরবাসীকে সেবা দেওয়ার কথা জানান। কেউ দলের উর্ধ্বে নয় মন্তব্য করে বিদ্রোহ করে কেউ দলের বিরুদ্ধে গেলে তার দায়ভার তাকেই নিতে হবে বলে মন্তব্য করেন।
পৌর মেয়র নির্বাচিত হলে নির্মলেন্দু চৌধুরী খাগড়াছড়িতে শান্তি-সম্প্রীতির বন্ধন অটুট রেখে সমবন্টনে সকল ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার কথা ব্যক্ত করেন।