শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

আবারো এড.আশুতোষ চাকমা খাগড়াছড়ি আইনজীবি সমিতির সভাপতি

আল-মামুন,খাগড়াছড়ি:: এবারো ৪র্থ বারের মত খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশুতোষ চাকমা। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রমে সমিতির সদস্যরা সভাপতি পদে ভোট প্রদান করেন।

এতে আইানজীবি সমিতির নির্বাচন কমিশনের কক্ষ ১০৬-এ প্রধান নির্বাচন কমিশনার এড. কামাল উদ্দিন ও নির্বাচন কমিশনার এড. অনুপম চাকমা উপস্থিতি ছিলেন।

সভাপতি পদে দুই সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন, এড. সুপাল চাকমা এবং অপরজন বিজয়ী প্রার্থী এড. আশুতোষ চাকমা। নির্বাচন কমিশন ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন। এতে আইনজীবিদের ভোটে আবারো নির্বাচিত সভাপতি এড. আশুতোষ চাকমাকে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবিরা।

এড. আশুতোষ চাকমা বিগত ২০১৫ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত আহবায়ক এবং ২০১৭-২০২১ পর্যন্ত চার বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এড. আশুতোষ চাকমা, দীর্ঘদিন যাবত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিযুক্ত হয়ে বিভিন্ন সময় আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে কার্যক্রম পরিচালনার পাশপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তাঁকে পুনরায় নবগঠিত জেলা পরিষদ সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। খাগড়াছড়ি আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটি অত্যন্ত দায়িত্বের সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে নির্বাচনে আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক পদে এড. আকতার উদ্দিন মামুন, সহ-সভাপতি এড.মো: আবুল কালাম আজাদ,সহ-সাধারণ সম্পাদক পদে এড. মো: বেদারুল ইসলাম,অর্থ সম্পাদক পদে মো: মোখলেছুর রহমান, অথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো: জামাল উদ্দিন সিদ্দিকী, পাঠাগার সম্পাদক পদে এড. মুহাম্মদ কবির হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সৃজনী ত্রিপুরা, শিক্ষা ও বৃত্তিবিষয়ক সম্পাদক পদে এড. জসীম উদ্দিন মজুমদার, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক পদে এড. শুভ্রদেব ত্রিপুরা, সমানিত সদস্য পদে এড. মো: আব্দুল্লাহ আল মামুন, এড. আলো প্রদীপ চাকমা, এড. মো: শাহীন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!