নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে দেড় শতাধিক গরীব, দুস্থ ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা পুনাক’র সভানেত্রী আমিনা আফরোজ জেমী শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় খাগড়াছড়ি সার্কেলের এএসপি জিনিয়া চাকমা ও প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো প্রয়োজন। পুলিশের পক্ষ থেকে মানবিক এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।