শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

দায়িত্ব নিলেন চেয়ারম্যান-সদস্যরা

খাগড়াছড়ি জেলা পরিষদের

আল-মামুন,খাগড়াছড়ি:: পূর্ণগঠনের ৪ দিনের মাথায় দায়িত্ব নিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। সোমবার সকাল খাগড়াছড়ি জেলা পরিষদ হলরুমে পূর্ণগঠিত পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

৯ম অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি পৌর মেয়র মো: রফিকুল আলম,সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলমসহ জনপ্রতিনিধি ও জেলা পরিষদ চেয়ারম্যান সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির মানুষের উন্নয়নে জেলা পরিষদ কাজ করবে। সে সাথে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, রাস্তাঘাট,শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে সাধারণ মানুষের ভাগ্যান্নোয়নে ভূমিকা পালন করবে পূর্ণগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সকলের আস্থা-বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে তরান্বিত হবে পার্বত্য জেলার উন্নয়ন এমটা প্রত্যাশা করেন তিনি।

পরে পরিষদের লিখিত ভাবে দায়িত্ব গ্রহণ করেন, নব নিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,সদস্য এড. আশুতোষ চাকমা,মংক্যচিং চৌধুরী,মো.আব্দুল জব্বার, রেম্রাচাই চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা,শতরূপা চাকমা, এবং শাহিনা আক্তার,মাইন উদ্দিন,হিরণজয় ত্রিপুরা,মেমং মারমা, শুভমংগল চাকমা, নিলোৎপল খীসা ।

পরে নেতাকর্মী ও বিভিন্ন মহলের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে খাগড়াছড়ির টাউন হলে নির্মিত বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে পুষ্পমাল্য অর্পণ করেন দায়িত্ব নেওয়া চেয়ারম্যান ও সদস্যরা। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০২০) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পূর্ণগঠন হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!