আল-মামুন,খাগড়াছড়ি:: সদ্য সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী মা শ্রীমত মাসু চৌধুরীর সপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ ডিসেম্বর ২০) গুইমারার নিজ বাস ভবনে সকাল থেকে শুরু হয় সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান।
এতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুরের সহধর্মীনির পক্ষ থেকে শ্রীমত মাসু চৌধুরীকে উৎসর্গ করে ২’শ কম্বল বিতরণ করা হয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে। এতে পার্বত্য মন্ত্রীর সহধর্মীনি, শ্রীমত মাসু চৌধুরীর আত্মার শান্তি কামনা করে মানব জাতির মঙ্গল ও সুস্থতা কামনা করেন। সে সাথে তার পরিবারের প্রতি সমবেদনা ও ধর্য্য ধারণ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সদ্য সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, নব নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য এম এ জব্বার, রেম্রাচাই চৌধুরী, মেমং মারমা,হিরণ জয় ত্রিপুরা, শাহিনা আক্তার,শতরূপা চাকমা ছাড়াও জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়।
এর আগে সকাল থেকে ধর্মীয় নানা আয়োজনে মাসু চৌধুরীর সপ্তাহিক ক্রিয়ার অনুষ্ঠানিকতায় পালন শুরু হয়। এতে বুদ্ধমূর্তি দান,অষ্ট পরিস্কার দান, চীবর দান,সংঘদানসহ সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
প্রসঙ্গত: গত রবিবার (৬ ডিসেম্বর ২০২০) গুইমারায় নিজ বাস ভবনে সদ্য সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর মাতা শ্রীমত মাসু চৌধুরী শেষ নি:শ্বাস ত্যাগ করেন।