নিজস্ব প্রতিবেদক:: কৃষক ও বিনিয়োগ কারীদের পন্য সরাসরি ভোক্তার কাছে বিক্রির সুবিধার্থে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ভাইবোন ছড়াতে মডেল মার্কেট কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে খাগড়াছড়ির সংসদ সদস্য ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপরা।
বুধবার দুপুরে খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ৩ কোটি ৫ লক্ষ টাকার মডেল মার্কেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান, সিনিয়র সহাকারী প্রকৌশলী মো. বেলাল হাসান, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, বিশিষ্ট ঠিকাদার এস.অনন্ত বিকাশ ত্রিপুরা প্রমূখ।
এছাড়াও আওয়ামীলীগের ভাইবোনছড়া সভাপতি রতন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক মংসানু মারমা, ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, মিলেনিয়াম ভাইবোন ছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা এতে অংশ নেয়।
খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান বলেন, ভবনটি প্রথম ধাপে ২ তলা মার্কেট নির্মিত হবে ভবনের দুইদিকে সিড়ি এবং চারদিকে বারান্দা হবে।মালামাল উঠানামার সুবিধার্থে র্যাম্প এর ব্যবস্থা থাকবে এবং বিদ্যুৎ ও সোলার সিস্টেমের ব্যবস্থা থাকবে, ১ম তলায় মাছ মাংস ও সবজির খোলা দোকান, মুদি দোকান ৬ টি, পানীয় জলের ব্যবস্থা,২য় তলাতে ওমেন্স কর্নার ৬ টি, টয়লেট ৪ টি, মোট দোকান ১৬ টি থাকবে বলে তিনি জানান।