আল-মামুন,খাগড়াছড়ি:: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে খাগড়াছড়ি শ্রমিকলীগ,কৃষকলীগ ও যুবলীগ। রবিবার বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের সভাপতি জানু সিকদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন,খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কৃষকলীগের সভাপতি সৌরভ তালুকদার প্রমূখ।
এতে বক্তারা বলেন, এদেশের পরাজিত শক্তি বাংলাদেশে আবারো মাথাচারা দিয়ে উঠেছে। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভেঙ্গে জাতির জনকের আর্দশর উপর আঘাত এনেছে বলে মন্তব্য করে দ্রæত সময়ের মধ্যে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।