আল-মামুন,খাগড়াছড়ি:: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসব মুখোর পরিবেশে খাগড়াছড়িতে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটির এর ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর ২০২০) সকাল ৯টা থেকে শহরের নারিকেল বাগানস্থ সমিতির কার্যালয়ে শুরু হয় নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এতে ১৬৫ জন ভোটার এতে ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পচন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন।
এই নির্বাচনে সভাপতি ১ জন,সহ-সভাপতি পদে ১জন,সাধারণ সম্পাদক ১ জন,সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন,দপ্তর সম্পাদক ১ জন, কোষাদক্ষ ১ জন ও ৩ জন সদস্য নির্বাচীত হবেন। এতে ৩জন সদস্য পদসহ ৭টি পদে ৯ প্রার্থীর বিপরীতে ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যেই ভোটাররা ভোট দিয়ে বাছাই করবেন সমিতির যোগ্য নেতৃত্ব।
প্রার্থীদের মধ্যে সভাপতি পদে-চেয়ার প্রতীকে হাজী মো: কাশেম, ছাতা প্রতিকে তপন কান্তি দে, সাধারণ সম্পাদক পদে তালা-চাবি প্রতীক নিয়ে মো: আবুল কালাম ভুইয়া,দোয়াত-কলম প্রতীকে কামাল হোসেন,উড়োজাহাজ প্রতীকে জাহাঙ্গীর আলম,বাই-সাইকেল প্রতীকে মো: মনির হোসেন,ময়ুর প্রতীকে মজিবুর রহমান,গোলাপ ফুল প্রতীকে শামশুল হুদা চৌধুরী লড়ছেন।
অপরদিকে-সহ-সভাপতি পদে কাপ-পিরিছ প্রতীকে আমিন শরীফ,হরিণ প্রতীকে এনায়েত খান লিটন,বটগাছ প্রতীকে দীন মোহাম্মদ,আম প্রতীকে মিন্টু বিকাশ চাকমা,সহ-সাধারণ সম্পাদক পদে নলকুপ প্রতীকে মো: জসিম উদ্দিন,চশমা প্রতীকে বখতিয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক শাপলা ফুল প্রতীকে দিদারুল আলম,মাছ প্রতীকে নুর নবী, কোষাদক্ষ পদে মই প্রতীকে নজরুল ইসলাম, ফুটবল প্রতীকে মোস্তফা লড়ছেন।
অন্যদিকে-সদস্য পদে টেলিভিশন প্রতীকে আবদুল জব্বার, টেবিল ফ্যান প্রতীকে আবুল হোসেন তালুকদার,মোরগ প্রতীকে খোরশেদ আলম, দোয়েল পাখি প্রতীকে পংকজ বড়ুয়া,কলসি প্রতীকে রফিক উদ্দিন ছিদ্দিকী নির্বাচন করছে। এতে নির্বাচন পরিচালনা করছেন ৩ জন সমবায় অফিসার এবং নির্বাচনে অংশ গ্রহণকারীদের পক্ষে ৪ জন সমন্বয়ক রয়েছে।
প্রসঙ্গত: বিগত ২০১৭ সালের ২৭ নভেম্বর খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটির এর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।