রবি. ফেব্রু ২৩, ২০২৫

বিলাইছড়িতে মাঠ দিবসে কৃষকদের সঙ্গে মত বিনিময় করলেন উপ-পরিচালক মনিরুজ্জামান খান

oppo_0


বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি::
বিলাইছড়িতে ২০২৪-২৫ অর্থবছরে মসল্লার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় মাঠ দিবস ও কারিগরি আওতায় এবং অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি বিভাগের উপ-পরিচালক মুনিরজ্জামান খান।

বৃহস্পতিবার ( ২০ ফেব্রয়ারি) উপজেলা কৃষি সম্পদ অধিদপ্তর বিলাইছড়ি এর আয়োজনে, উপজেলা হলরুম ও কনফারেন্স হলে প্রশিক্ষণ ও পরিদর্শনে তিনি বলেন, শরীরের তাপ শক্তি যোগাতে শাকসবজি ও মসল্লাজাতীয় খাবারের কোনো বিকল্প নেই।এজন্য পতিত ও অনাবাদী জমিতে শাকসব্জির চাষ করতে এবং অল্প সংখ্যক জমিতে মসল্লা জাতীয় ফসল আদা চাষ করার পরামর্শ দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারবিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী,উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া, অনুময় চাকমা, রনেক্স চৌধুরী প্রমূখ।

২ দিনব্যাপী প্রশিক্ষণে আলাদা আলাদা ভেন্যুতে সফল কৃষক থুইপ্রু মার্মাসহ প্রায়১৮০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং বিকেলে লগো পদ্ধতিতে ধান চাষ জমি পরিদর্শন করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!