রবি. ফেব্রু ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে অনন্য ত্রিশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতিভোজ,কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজন করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) খাগড়াছড়ি সদর জোনের বাগান বিলাসে এই আয়োজন করা হয়।

এতে অনন্য ত্রিশ এর অধিনায়ক লে: কর্ণেল মো: খাদেমুল ইসলাম পিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

এতে বিশেষ অতিথি ছিলেন,বিজিবি’র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরসহ বিভিন্ন দপ্তর প্রধান,সামরিক-বেসামরিক গন্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

এর আগে প্রধান অতিথিসহ আগতরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান ত্রিশ বীর এর অবদানের কথা তুলে সফলতা কামনা করেন। পরে প্রীতিভোজে অংশ নেন সকলে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!