রবি. ফেব্রু ২৩, ২০২৫

ইয়াবাসহ ৩ নারী আটক

স্টাফ,রিপোর্টার:: উখিয়া, কক্সবাজার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি অভিযানে উখিয়ার কোটবাজার এলাকায় ৩ নারী ইয়াবাসহ আটক হয়েছেন। এদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন রোহিঙ্গা নারী নুর বেগম (২৬), জুলেখা বেগম (৩০), ও হামিদা বেগম (২৫)। তারা বর্তমানে টেকনাফে বসবাস করছেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানের মাধ্যমে মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আগ্রহ ও মাদক পাচারের বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের প্রতিফলন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!