রবি. ফেব্রু ২৩, ২০২৫


নিজস্ব প্রতিবেদক:- রাঙ্গামাটির বিলাইছিতে জাল টাকা নিয়ে একজনকে আটক করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। তিনি আরও জানান, এই বিষয়ে উক্ত ব্যক্তির আইনি কার্যক্রম ও মামলার প্রক্রিয়াধীন চলছে । তবে আরও কেউ জরিত আছে কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকায় অভিযান চলছে। আসামীর নাম মোহাম্মদ সাগর পিতাঃ মৃত- শাহ আলম,ঠিকানা :- বাসা/ হোল্ডিং -৭৩১, সাংঃ কেচিয়া, পোস্টঃ হেয়াকো-৪৩২৭, উপজেলাঃ ফটিকছড়ি, চট্টগ্রাম।

ঘটনা সূত্রে আরও জানা যায়, বর্ণিত ব্যক্তি যুদ্ধাবতী চাকমা, স্বামী: শুভময় চাকমা, সাংঃ বালাছড়ি বিলাইছড়ি রাঙ্গামাটি নামের একজন কাঁচা সব্জি ব্যবসায়ী।তার নিকট হতে পরপর তিনবার জাল টাকার নোট দিয়ে বাজার করেন এবং ঐ মহিলা শেষবারে জাল টাকা বুঝতে পেরে স্থানীয় জনসাধারণের মাধ্যমে উক্ত জাল টাকা দেওয়া ব্যবসায়ীকে আটক করেন। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিলাইছড়ি থানা পুলিশের নিকট আটককৃত ব্যক্তি কে হস্তান্তর করেন। আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ বর্ণিত ঘটনাস্থলে ১ হাজার টাকার নোট ছিড়ে পানিতে ফেলে দেয় এবং উক্ত ব্যক্তিকে তল্লাশি করে ১ হাজার টাকার ২টি জাল নোট পাওয়া যায়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!