শিরোনাম
রবি. ফেব্রু ২৩, ২০২৫

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন, এলাকায় আতঙ্ক 

বান্দরবান,প্রতিনিধি:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে ১৬ বছর বয়সী এক বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের ৪৮ নম্বর নিকটবর্তী নো-ম্যান্সল্যান্ডে এই বিস্ফোরণ ঘটে। আহত কিশোর মো. তরিকুল, যার বাড়ি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মহিষকুম এলাকায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১০ দিনের ব্যবধানে একই এলাকায় আবারও মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!