প্রতিনিধি,বান্দরবান:: রুমা উপজেলার মুরংগো বাজার সংলগ্ন সড়কে পণ্যবাহী গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের অপর দুই আরোহীর মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় এবং অন্যজন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই ম্রো বাজার দলিয়নং পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রুমা বাজারগামী একটি পণ্যবাহী গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর চালক কৈক্ষ্যংঝিড়ি এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া চালককে আটকের চেষ্টা চলছে।