শিরোনাম
রবি. ফেব্রু ২৩, ২০২৫

খাগড়াছড়িতে মশাল মিছিল: জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি 

প্রতিনিধি,খাগড়াছড়ি:: ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সন্ধ্যায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জাহিদ হাসান, আল আমিন, অপূর্ব ত্রিপুরা ও মো. জামাল। 

বক্তারা বলেন, “জুলাই মাসে আওয়ামী সরকারের নেতৃত্বে আবু সাঈদ, মুগ্ধসহ অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। অনেকেই এখনো পঙ্গুত্ব বরণ করে কষ্ট ভোগ করছে, শহীদদের রক্তের ক্ষত এখনো শুকায়নি।” 

তারা আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী সব কর্মকাণ্ডের জন্য দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।” 

সমাবেশে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!