শিরোনাম
রবি. জানু ২৬, ২০২৫

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য রাখা ১৯ জন উদ্ধার

প্রতিনিধি,কক্সবাজার:: কক্সবাজারে টেকনাফ উপকূলের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করে রাখা অবস্থায় দুই বাংলাদেশীসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।

এ ঘটনায় জড়িত সন্দেহে মানবপাচারকারি চক্রের এক সদস্যকে আটক করা হয়। তিনি রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে ।

সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীর সদস্যদের একটি দল এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান- সোমবার মধ্যরাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ী এলাকার কয়েকটি বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পায় নৌবাহিনীর সদস্যরা। পরে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলের ঝুপড়ি ঘরগুলো থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করে রাখা ১৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২ জন বাংলাদেশি এবং অন্যরা রোহিঙ্গা নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন নারী এবং শিশুসহ ১১ জন পুরুষ।

আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!