শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

কুমিল্লা থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ: খোঁজ চায় পরিবার  

বিশেষ প্রতিনিধি:: কুমিল্লার লালমাই এর হাজাটি গ্রাম থেকে মা বাবার সাথে অভিমান করে জাহেদ নামে এক মাদ্রাসার ছাত্র পিতা: আব্দুল আউয়াল (মেম্বার) গ্রাম:হাজাটি, লালমাই, কুমিল্লা। গত ১৮/১০/২০২০ তারিখ বাড়ি থেকে চলে আসলে পদুয়ার বাজার বিশ্বরোড়ে আলী আকবর সজীব নামের একজনের বাড়িতে আশ্রয় নেয়। এবং আলী আকবরের চাচাতো সালা সুমন নামের এক লোকের অধিনে সে কাচাঁমালের ব্যাবসা করে।

সুমনের কাছে আশ্রয়ে আছে এমন খবর জানতে পেরে জাহেদের পিতা সুমনের কাছে তার ছেলে কোথায় আছে তা জানতে চায়। প্রতি উত্তরে সুমন “জানেনা বলে জানায়”

এদিকে গত ২৬/১০/২০২০ তারিখে জাহেদের বাবা কুমিল্লা থানায় জানালে আলী আকবর ও তার পরিবারকে থানায় জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়।

কিন্তু এই ব্যাপারে দেখা যায় মিশ্র পতিক্রিয়া। আলী আকবর ও তার পরিবার সূত্রে যানা যায়, ছেলেটি আলী আকবর ও সুমনের নিকট আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেয়া হয়। পরক্ষনে সে বিশ্বরোড়ে সুমনের ফলের দোকানে ব্যাবসায় বসে এবং মাদ্রাসা খুললে চলে যাবে বলে জানায়।

সুমন ছেলেটির পরিবারের ঠিকানা নিয়ে যোগাযোগ করতে গেলে ছেলেটি টের পেয়ে অন্যত্র সরে যায় বলে দাবি করেন আশ্রয়দাতারা। এই ছেলেটি পূর্বে ও একাধিকবার বাড়ি থেকে পালিয়ে মাদ্রাসা ফাঁকি দেয় বলে জানা যায়।

জাহেদের কেউ খোঁজ পেলে/দেখলে কুমিল্লা সদর থানায় বা তার বাবার মোবাইল নং ০১৭১৫১৪৮৮০৮ যোগাযোগ করে ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলে উভয় পরিবারের উপকার হবে। মা ফিরে পাবে তার হারানো সন্তানকে। এবং আশ্রয়দাতা আলী আকবর ও হয়রানী থেকে মুক্তি পাবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!