নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি লিমিটেড এর শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা সমবায় অফিসার মোঃ আমান উল্লাহ খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুর রহমান আজিজ।
বুধবার (১৫ জানুয়ারী ২০২৫) বেলা ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচিতি সভায় গুইমারা উপজেলা ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি লি. এর সভাপতি মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সভাপতি মো: ইউচুপ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচিতি সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন, গুইমারা উপজেলা ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো: শাহিন।
এসময় গুইমারা উপজেলা সমবায় অফিসার আমান উল্লাহ বলেন, পূর্বে যে কমিটি ছিলো তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে। তাছাড়া সমিতির আয়-ব্যায়ের কোনো হিসাব তারা দিতে পারেনি। তিনি আসা করেন বর্তমানে যারা সমিতিতে আছে তারা স্বচ্ছভাবে সমিতি পরিচালনা করে সমবায় সমিতির উন্নয়নে কাজ করবে। পরিচিতি পর্বে সমবায় সমিতির সদস্যরা স্বচ্ছতার সাথে কাজ করার প্রতিশ্রুতি বদ্ধ হয়।