শিরোনাম
শুক্র. জানু ২৪, ২০২৫


নুরুল আলম:: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৬তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।

বুধবার (১৫ জানুয়ারী ২০২৫) সকালে গুইমারা গভ. মডেল হাই স্কুলে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এ বি এম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ শামিম হোসেন, উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ আতাউল গনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী রুহুল কুদ্দুস নাইম, জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সদস্য ও গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি বে-সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গুইমারা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করেন। পাশাপাশি গুইমারা মডেল অডিটরিয়াম ভবনে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
preload imagepreload image