ছানোয়ার হোসেন,মহালছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার মাইসছড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মোঃ আব্দুল সাত্তারের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪নং মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন কমিটি গঠনের প্রধান সমন্বয়ক মোঃ আবদুল আজিজ মেম্বার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমন্বয়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল আহাদ মেম্বার ,সহ সভাপতি ডাঃ মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার ও যুগ্ন-সম্পাদক মোঃ আবুল খায়ের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মহালছড়ি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ কাউছারুল ইসলাম এবং সহ- ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় চাকমা।
আলোচনা সভায় বক্তব্য শেষে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দের এবং ইউনিয়ন বিএনপির সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য মোঃ আব্দুল সাত্তার কে সভাপতি, মোঃ জুরান আলীকে সিনিয়র সহ-সভাপতি,মোঃ বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক, মোঃ সামসু মিয়া কে সিনিয়র যুগ্ন সম্পাদক,মোঃ মকবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৪নং মাইসছড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
সভায় সকল বক্তারা বলেন মাইসছড়ি ইউনিয়নের ৯( নয়)টি ওয়ার্ডে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ওয়াদুদ ভুঁইয়ার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে সর্বোচ্চ কাজ করা যাবে।