নুরুল আলম:: যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
ভোরে গুইমারা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দেয়া হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার, গুইমারা থানা পুলিশ ও গুইমারা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিএনপি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়েল মাঠে বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় বিশেষ খাবার পরিবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।