নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নানা আয়োজনে ও উসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে বিজয় র্যালীর মাধ্যমে গুইমারার প্রধান প্রধান সড়কে শো-ডাউন করে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠন।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুইমারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে গুইমারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু। অন্যান্যদের মধ্যে ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: ইউসুফ, সাবেক সহ-সভাপতি এসএম মিলন, সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা বিজয় র্যালীতে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রধান অতিথির সাথে তার সফর সঙ্গি হিসেবে জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উৎসবমূখর পরিবেশে বিজয় র্যালী চলাকালীন সময় নানান স্লোগানে মেতে উঠেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিজয় র্যালিটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত করা হয়।