নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।
শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা আক্তার, মৎস্য কর্মকর্তা দিপীন চাকমা, গুইমারা থানার এসআই মো: ওসমান গণি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: গোলাম হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বীর মুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মগ, গুইমারা প্রেসক্লাব সভাপতি ও খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সদস্য নুরুল আলম, গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রসারার শিক্ষক মো: ইউচুপ হোসেনসহ গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনীরা কিভাবে বাংলার বীর সন্তান ও বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো সেবিষয় বিস্তর আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন দিকনির্র্দেশনামূলক বক্তব্য প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।