নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: সাইফুল ইসলাম সোহাগ।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) বিকালে গুইমারা গভ. মডেল হাই স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আবুল কাশেম, সহ-সভাপতি নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক সহ-সভাপতি এসএম মিলনসহ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। এছাড়াও মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিরা আলোচনা করেন।