নুরুল আলম:: গুইমারা উপজেলা নির্বাহী অফিসার এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ এনামুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা গভ. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: সোহাগ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম বাংলাদেশ জামায়াতে ইসলামী, গুইমারা উপজেলা শাখার নায়েবে আমির মোস্তাফিজুর রহমান, সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও গুইমারা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ যাতে সুষ্ঠভাবে অনিয়ম ও দূর্নীতিমুক্ত হয় ও সাংবাদিকদের সংবাদ প্রকাশ করার পূর্বে তথ্য যাচাই বাছাই ও নির্ভুল সংবাদ প্রকাশ করার বিষয় আলোকপাত করা হয়। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করা হয়।