নুরুল আলম:: স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা আক্তার।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) সকালে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা (অ.দা.) ডা. মিল্টন ত্রিপুরা। এছাড়াও গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা ও ভিজিটরগণ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এসময় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। তারই পাশাপাশি গর্ভবতী মায়েদের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রতি মাসে ৮শত টাকা হারে ৩৬ মাস পর্যন্ত ভাতা প্রদান করা হয় বলে জানায়। উক্ত ভাতার আবেদন করার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অথবা তথ্যসেবা কেন্দ্র /ডিজিটাল সেন্টারের সহায়তা নেওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করে বক্তব্য প্রদান করা হয়।