শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

খাগড়াছড়ি জাপার আহবায়ক কমিটি অনুমোদন

মণিন্দ্র লাল ত্রিপুরা আহবায়ক কেশব লাল দে সদস্য সচিব

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটি। গত ১৫ই অক্টোবর ২০২০ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে মণিন্দ্র লাল ত্রিপুরাকে আহবায়ক ও প্রকৌশলী কেশব লাল দে’কে সদস্য সচিব করা হয়।

অনুমোদিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক কমিটি সম্পন্ন করার শর্তে দেওয়া হয়।

এতে আরো জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র এক আদেশে দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে উক্ত আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত খাগড়াছড়ি জাতীয় পার্টির আহবায়ক মণিন্দ্র লাল ত্রিপুরা বলেন, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করে তুলতে আমার সর্বাত্ত¡ক চেষ্টা অব্যাহত থাকবে। সে সাথে আগামীতে ঐক্যবদ্ধ জাতীয় পার্টির যে কোন কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নসহ এদেশের মাটি ও মানুষের এ সংগঠন জাতীয় পার্টির সকল কার্যক্রম আরো সুদৃঢ হবে বলে তিনি মন্তব্য করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!