মোঃ কাউছার ইসলাম , মহালছড়ি:: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ,গড়বে আগামীর শুদ্ধতা”-স্লোগানকে সামনে রেখে ভাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ ২০২৪ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি মহালছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল দশটায় মহালছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির মহালছড়ি উপজেলার সভাপতি সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মহালছড়ি উপজেলা পরিষদ এর বিভিন্ন দফতরে কর্মকর্তা, রাজনৈতিক , সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রমুখ উপস্থিত ছিলেন।বক্তারা দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং একে অপরকে নিয়ে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।