নুরুল আলম:: নানা আয়োজনে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শ্রদ্ধা নিবেদন, মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আকতার।
উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাছিনা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আঃ ছালাম, সাধারণ সম্পাদক আবু জাফর স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর বেগম রোকেয়া দিবস উপলক্ষে একজন জয়িতাকে সম্মাননা প্রদান করেছে গুইমারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।