নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য চুক্তি স্বাক্ষরের দিবস উদযাপন উপলক্ষে আজ ০২ ডিসেম্বর ২০২৪ তারিখ যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন।
জোনের আওতাধীন দুস্থ ও অসহায় মোঃ ইউসুফ, পিতা-মোঃ বাবুল মিয়া, গ্রাম-মুসলিমপাড়া, ডাকঘর-তবলছড়ি, উপজেলা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তার আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ০২ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। দায়িত্বপূর্ণ এলাকার ০৪ (চার)টি চার্চে যথাক্রমে বিলিভার্স ইষ্টান চার্চ (হেডম্যানপাড়া), তাইন্দং সেভেস্থ-ডে এ্যাডভেন্টিষ্ট চার্চ (হেডম্যানপাড়া), সুরেন্দ্র রোয়াজা পাড়া বিলিভার্স ইষ্টান চার্চ এবং হীরামনি এসডি এ চার্চ এ ৪০,০০০/- নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
উচ্চ শিক্ষার জন্য ০১ (এক) জন শিক্ষার্থীসহ আওতাধীন এলাকার দুস্থ ও অসহায় কিছু পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেই) ও ঔষুধ প্রদান করা হয়। মোট ৮৬,২০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ১০৫০ জন (পাহাড়ি-৭১২ জন এবং বাঙালি-৩৩৮ জন)।