নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারাতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।
সোমবার (০২ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ^াস, গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক, গুইমারা সরকারি কলেজের অধক্ষ মুহাম্মদ নাজিম উদ্দিন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথোয়াই মগ, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সভাপতি মো. ইউছুফ, সাধারণ সম্পাদক আরমান হোসেন, উপজেলা জামায়াতে ইসলামির আমির মো.রফিকুল ইসলাম, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মো.মাগফার হোসেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো.রাসেল শেখ, সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ।
এসময় গুইমারা বাজার পরিচালনা কমিটির সভাপতি দিদারুল আলম বাবুল, বিভিন্ন ধর্মের প্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তাবৃন্দসহ রজনৈতিক ও সমাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,প্রত্যেক ধর্মে শান্তি-সম্প্রীতির কথা উল্লেখ আছে।আমরা সকলে যদি যার যার ধর্মের অনুশাসন মেনে চলি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব না ছড়াই এবং গুজবে কান না দিই,আমরা সকলে যদি দায়িত্বশীল হয়ে কাজ করি তাহলে,সম্প্রীতির গুইমারাতে কোনো রকমের সমস্যার সৃষ্ঠি হবে না।আমরা সকলে বাংলাদেশের মানুষ,একে প্রতি অপরের সহযোগিতা থাকলে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।