মো: এনামুল হক, মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দারুল উলুম মাদ্রাসার বার্ষিক শিক্ষা প্রদর্শনী, সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর), সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটরিয়ামে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মো. হারুনুর রশীদ ।
স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাও: আখতারুজ্জামান ফারুকী। বিশেষ অতিথি হিসেবে, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর জেলা সাধারণ সম্পাদক মুফতি মো. নোমান, বড়বিল মাদ্রাসার পরিচালক মো. বেলাল হোসেন, অভিভাবক আহমদ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
নুরানি মাদ্রাসায় ইসলামের মৌলিক শিক্ষাগুলো প্রদান করা হয় জানিয়ে প্রধান অতিথি বলেন, আপনাদের সন্তানদের সুপ্ত প্রতিভা বিকাশে নুরানি শিক্ষায় শিক্ষা দিন। এসব ইসলামী শিক্ষা অর্জন করে বৃদ্ধ বয়সে তারাই আপনার পাশে থাকবে। জানাযার নামাজ তারাই পড়াতে পারবে। এ শিক্ষা অব্যাহত রাখতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে কচিকাঁচা শিক্ষার্থীদের চমৎকার নৈপুণ্যে আরবি, বাংলা ও ইংরেজি হাতের লিখা প্রদর্শনী, এসব বিষয়ের বক্তব্য, কুরআন তেলাওয়াত সহ বিভিন্ন মাসআলা উপস্থাপন করা হয়।
সম্মেলন শেষে দেশের কল্যাণ, সমৃদ্ধি ও অত্র মাদ্রাসার উত্তরোত্তর অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।