নুরুল আলম:: রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফের (মূল) সঙ্গে বন্দুকযুদ্ধে জেএসএসের (মূল) অন্তত ৪-৫ জন আহত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ১০ নম্বর কিচিং পাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ইউপিডিএফ, মূলের কমান্ডার মঙ্গল চাকমা ও দেবাশীষ চাকমার নেতৃত্বে প্রায় ৩০ জন এবং জেএসএস মূলের কমান্ডার তীপ্তি চাকমার নেতৃত্বে ২৪-২৫ জনের একটি সশস্ত্র গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে প্রায় ১০০ রাউন্ড গুলিবিনিময় হয়।
সূত্রে জানা যায়, ইউপিডিএফ মূলের পরিকল্পিত হামলায় জেএসএসের ৪-৫ জন গুরুতর আহত হয়েছে পরবর্তীতে জেএসএসের আরো কিছু সদস্য (১৫/১৬) উক্ত স্থানে গিয়ে শক্তি বৃদ্ধি করেছে। অপরদিকে ইউপিডিএফ ঘটনা ঘটিয়ে পিছনে সরে হলেন্দ্র কারবারি পাড়া এবং বালুআদাম এলাকায় চলে গেছে।
বর্তমানে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। বর্ণিত সংঘর্ষের প্রেক্ষিতে সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল বিলম্বিত বা বাধাগ্রস্ত হতে পারে বলে জানা গেছে।