আল-মামুন,খাগড়াছড়ি:: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা বাবুপাড়া এলাকায় দুবৃত্ত অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে পিসিপি নেতা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।
পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ হত্যার জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস মূল দলকে দায়ীকে নেতৃবৃন্দরা হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। সে সাথে এ হত্যাকাণ্ডের রাজনীতির ফলে পাহাড়ের মানুষ সন্তু লারমাকে প্রত্যাক্ষাণসহ তাকে জুম্ম জাতির জন্য অভিশপ্ত বলে মন্তব্য করেন বক্তারা।
প্রসঙ্গত: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা বাবুপাড়া এলাকায় প্রতিপক্ষের অস্ত্রধারীদের গুলিতে নিহত হয় রতন চাকমা (২৩) জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপির কাচালং সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রতন চাকমা রাঙ্গামাটি বাঘাইছড়ি দুড়ছড়ি খিরাচর অন্ধলাল চাকমার ছেলে বলে জানা যায়।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জিনেল চাকমার সঞ্চলানায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র খাগড়াছড়ি জেলা সভাপতি তন্ময় চাকমা সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা সুমেধ চাকমা,জেএসএস সদর থানা কমিটি সভাপতি প্রত্যয় চাকমা প্রমূখ। এ সময় পিসিপির নেতাকর্মীরা অংশ নেয়।