নুরুল আলম:: নির্দলীয়, সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফ।
সোমবার খাগড়াছড়ির রামগড়ে ‘ছাত্র-জনাতার সংগ্রাম পরিষদ’র ব্যানারে সংগঠনটি এ কর্মসূচি পালন করে। তারা প্রায় এক ঘণ্টাব্যাপী জালিয়াপাড়া-রামগড় সড়ক অবরোধ করে দাতারামপাড়া ও যৌথখামার এলাকায় তাদের এ বিক্ষোভ- সমাবেশ করে। সোমবার সকাল ১১টার দিকে দাতারামপাড়া হতে বিক্ষোভ মিছিল নিয়ে যৌথখামার এলাকায় সমাবেশে যোগ দেন ইউপিডিএফের নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের শাসনের অবসান হলেও সমতলের পাশাপাশি পাহাড়েও ফ্যাসিষ্টদের দোসররা এখনো বহাল তবিয়তে আছে। তারা এখনও বিভিন্নভাবে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। পার্বত্য অঞ্চলের দীর্ঘ দিনের পুঞ্জিভূত সমস্যা হিসাবে অগণতান্ত্রিকভাবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পদটি সন্তুু লারমা দখল করে রাখার তীব্র সমালোচনা করে বলেন, অবিলম্বে উক্ত আঞ্চলিক পরিষদের নির্বাচন আয়োজন করে যোগ্য ব্যাক্তিকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। অবিলম্বে মিটন চাকমা সহ বিভিন্ন সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ের সকল আঞ্চলিক রাজনৈতিক দলের ভ্রাতৃঘাতি সংঘাত পরিহার করে এক হয়ে গন আন্দোলন তৈরী করা অতি জরুরী বলে বক্তারা মত প্রকাশ করেন।
ইউপিডিএফেরর মূল দল সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা কমিটির সভাপতি বাহাদুর ত্রিপুরা ( রাজু ত্রিপুরা)”র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, গনতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সভাপতি লিটন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদ সদস্য ধন ত্রিপুরা প্রমূখ।
রাস্তা অবরোধ করে সমাবেশ অনুষ্ঠানের কারণে রামগড়-জালিয়াপাড়া-খাগড়াছড়ি সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।