শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত শহীদ নাজিম উদ্দিন গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

নুরুল আলম:: খাগড়াছড়ি সেনানিবাসে “শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন” এর নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি নবনির্মিত এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জ এর ফলক উন্মোচন ও উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন ২০২৩ সালের ১২ মার্চ বান্দরবানের রামজুতান টিওবি হতে টহলদলসহ রুমার উদ্দেশ্যে টহলে গেলে সন্ত্রাসী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) গুলিতে শাহাদ্ৎ বরণ করেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার নামানুসারে এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জ নির্মিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেব উপস্থিত ছিলেন শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন এর পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!