শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

গুইমারা বাজার মনিটরিং কার্যক্রম পরিদর্শন


নুরুল আলম: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ তদারকি ও পর্যালোচনার জন্য গুইমারা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে গুইমারা উপজেলায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আকতার ।

বুধবার (৬ নভেম্বর ২০২৪) দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার এর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স ও বাজার মিনিটরিং কমিটি, ডিম, মাছ, শুটকি, পিয়াজ, সবজির বাজার ও হোটেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ চেক করা হয় এবং মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়। এসময় বিভিন্ন দোকান পরিদর্শণ করে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ সাপ্লাই চেইন তদারকি ও পর্যালোচনার জন্য বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উৎপাদন ও ভোক্তা পর্যায়ে যে দাম আছে সেগুলো যাচাই করে দেখছি। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ম্যাসেজ দিচ্ছি, ভোক্তা ও খুচরা বিক্রেতা পর্যায়ে যাতে দাম বেশি বেড়ে না যায় এবং সে দামটা যেন সহনীয় পর্যায়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটা নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনাকালীন ৫ ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউল গণি, উপজেলা মৎস কর্মকর্তা, উপ-সহকারী কৃষি অফিসার মো. মজিবুর রহমান, গুইমারা প্রেসক্লাবের নুরুল আলমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!