শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে পর্যটকদের জন্য “আলুটিলা মাল্টিপারপাস হল” প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

oplus_0


নুরুল আলম::
খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে পর্যটকদের সুবিধার্থে নির্মাণ হতে যাচ্ছে “আলুটিলা মাল্টিপারপাস হল”। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এই মাল্টিপারপাস হল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। রবিবার (৩ নভেম্বর) বিকেলে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, “খাগড়াছড়ির পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন ও উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করছে। পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে খাগড়াছড়ির অর্থনীতিকে সমৃদ্ধ করা আমাদের অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, “খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন। তাদের আকর্ষণ বাড়াতে আমরা আলুটিলায় মাল্টিপারপাস হল নির্মাণের উদ্যোগ নিয়েছি। এখানে মহিলাদের জন্য প্রার্থনা কক্ষ, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং কর্ণার, এবং আলাদা ওয়াশ ব্লক থাকবে। পুরুষদের জন্যও আলাদা প্রার্থনা ও প্রয়োজনীয় সুবিধা থাকবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন।”

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল আলম জানান, প্রথম তলায় মহিলাদের জন্য প্রার্থনা কক্ষ এবং দ্বিতীয় তলায় পুরুষদের জন্য প্রার্থনা ও প্রয়োজনীয় সুবিধা নির্মাণ করা হবে। দুই বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) এজেডএম নাহিদ হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ) মো. আতিকুর রহমান, এবং উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!