শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি::
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মহালছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় বিভাগের আয়োজনে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। 

সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়,উপজেলা নির্বাহী অফিসার,খাগড়াছড়ি সদর ও উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব),মহালছড়ি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: আলমগীর হোসেন,উপজেলা সমবায় অফিসার, মহালছড়ি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে মনতোষ চাকমা,সভাপতি,কায়াংঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: মোঃ আবুল খায়ের,সিনিয়র, সভাপতি,মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি,মহালছড়ি, মোঃ ইসমাইল হোসেন,সভাপতি,মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:, মো: শাহাদাত হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মো: রফিকুল ইসলাম খান,উপজেলা শিক্ষা কর্মকর্তা,
মোঃ সাইফুল ইসলাম, এস,আই, মহালছড়ি থানা, মো: ফরিদুল আলম,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী মহালছড়ি উপজেলার শাখা, মোঃ আনোয়ার হোসেন,সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল,মহালছড়ি উপজেলা শাখা।

বেলা ১১টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে সমবায় সমিতির মূল লক্ষ্য। 

প্রধান অতিথি বলেন, সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি সমবায় সমিতি গুলোকে তাদের আরো সুসংগঠিত ও দায়িত্বশীল হয়ে সমবায় পরিচালনা করার অনুরোধ করেন।সমবায় হোক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মূল হাতিয়ার।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!