শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম:: ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত পরিবেশে ব্যাপক-উৎসাহ-উদ্দীপনা শো-ডাউনে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিসবটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দুপুরে বেলুন উড়য়ে শোভা যাত্রার উদ্বোধন ও শোভা যাত্রায় নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। শোভাযাত্রা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় হাজারো নেতাকর্মীর স্লোগানে শহর প্রকম্পিত হয়।

দুপুরে পৌর শাপলা চত্বরের মুক্ত মঞ্চে বিশাল যুব সমাবেশ ও বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

প্রধান অতিথি’র বক্তব্যে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, বিএনপি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে না পারে তার জন্য বহুমুখী ষড়যন্ত্র চলছে। যাদের বিগত সাড়ে ১৫ বছর রাজপথে দেখা যায়নি তারাও এখন বড় বড় কথা বলছে, নানা সবক দিচ্ছে। কিন্তু বাংলার মানুষ কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না। বাংলাদেশের আগামীর সরকার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণকালে বিশাল যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!