শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম::
উপজেলার ৩নং পানছড়ি ইউপির শনটিলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (২৬ অক্টোবর) শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আফজল হোসেন।

এদিকে সন্ধ্যায় ৫নং উল্টাছড়ি ইউপির ২নং ওয়ার্ডের জিয়ানগর এলাকার বিএনপি পরিবারের সাথে মত বিনিময় সভার আয়োজন করে পানছড়ি উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবুল কাশেম। সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আবুল বাশার। অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, মো: ইসমাইল, ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম, শ্রমিক দলের সভাপতি মো: শাহজাহান, উল্টাছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান ও কৃষক দলের সভাপতি মো: আবুল হাশেম প্রমুখ।

বক্তারা বলেন, মামলা-হামলা জুলুমেই কাটিয়েছি আমরা বছরের পর বছর। শনটিলার রাস্তাসহ জিয়ানগর এলাকায় লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভুঁইয়াকে নির্বাচিত করে সংসদে পাঠাতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!