নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা মারমা কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা মারমা কল্যাণ সমিতির সভাপতি অংগ্যজাই মারমা।
বুধবার (২৩ অক্টোবর ২০২৪) বিকালে গুইমারা মডেল হাই স্কুল অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা মারমা কল্যাণ সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক মিন্টু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, সাধারণ সম্পাদক আরমান হোসেন, জেলা মারমা কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি সাজাইলা মাস্টার, সাধারণ সম্পাদক উচিংথোয়াই মগ ও উপজেলা মারমা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমাসহ অনেকে।
উক্ত সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন, গুইমারা উপজেলা মারমা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উগ্যজাই চৌধুরী।
এসময় অতিথিরা বলেন, পার্বত্যাঞ্চলে পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী নির্বাচনে ধানের শিষ প্রতীক তথা ওয়াদুদ ভুইয়াকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।