শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম::
বিজিবি চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর শফিটিলা বিওপির নাঃ সুবেঃ মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে । বুধবার (২৩ অক্টোবর ২০২৪) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে শফিটিলা বিওপি সীমান্ত পিলার এর বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে পুরাতন ধর্মরামবাড়ী নামক স্থান থেকে রনি দাস (৩২) নামের যুবককে আটক করা হয়। সে দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার দক্ষিণ রাজনগর এর ললিত দাস এর ছেলে বলে সূত্র জানায়।

অনুপ্রবেশ কালে বিজিবি আটক করা ভারতীয় নাগরিক রনি দাসের মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে তার নিকট থেকে তার ছবি সম্বলিত ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড (ঐওঞচউ-৫৬৮৯অ) এর ছবি ও আধার কার্ডের ছবি পাওয়া যায়।

এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৬শ টাকা পাওয়া যায়। প্রাথমিক তদন্তে সে, ভারতীয় নাগরিক রনি দাস অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিলো।

এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে বাংলাদেশী নাগরিক মোঃ সাইফুল ইসলাম (২৪) আটক করা হয়। সে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বেলছড়ির ছনখোলা পাড়ার বাসিন্দা। একটি প্লাটিনা (১০০ সিসি) মোটরসাইকেল, ০২ টি মোবাইল এবং নগদ ৭ হাজার ৮শ ২০টাকাসহ আটক করা হয়। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!