নুরুল আলম:: পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার পাশাপাশি সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ১৪ অক্টোবর ২০২৪ তারিখ ৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন কমান্ডার বিএ-৭২৩১ লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি এর উপস্থিতিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা করা হয়েছে।
এসময় বিভিন্ন মাদ্রাসায় মোট ৪ হাজার ৮শত টাকা মূল্যে ১২টি কোরআন শরীফ, একজন বাঙালি ছাত্রকে ঘড়ি ও ক্যালকুলেটর প্রদান, গুইমারা সরকারি কলেজে একটি সিসি ক্যামেরা প্রদান, একাদশ শ্রেনীর দুই শিক্ষর্থীকে বই প্রদান, বসতঘর মেরামতের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান, একজন মহিলাকে সেলাই মেশিন প্রদান, চিকিৎসার জন্য অর্থ প্রদানসহ সিন্দুকছড়ি বাজার মানব কল্যাণ রূপান্তর ক্লাবকে খেলাধুলা সামগ্রী জার্সি এবং দুটি ফুটবল প্রদান করা হয়েছে। সর্বমোট ৪ পাহাড়ি ৬ বাঙালি এবং ৮ প্রতিষ্ঠানে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ বাবদ ৫০ হাজার ৮ শত ৭০ টাকা প্রদান করা হয়।