নুরুল আলম:: গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গুইমারা ৩ ও সিন্দুকছড়ির ১টিসহ মোট ৪টি পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় সাড়ে ৬টায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিভিন্ন পূজামন্ডপে গিয়ে সনাতনী ধর্মাবলীদের শারদীয় দুর্গা উৎসবে খাগড়াছড়ি জেলা বিএনপির নিদের্শনা ও গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগের নেতৃত্বে উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় পূজামন্ডপ ঘুরে সব কিছুর খোঁজ খবর নেন। পূজা মন্ডপ উদযাপন কমিটির আগত বিএনপির নেতাকর্মীদের অভ্যর্থনা জানান। উপজেলা বিএনপির পক্ষ থেকে কিছু নগদ অর্থপূজা উদযাপন কমিটির নিকট সহায়তা দান করা হয়।