“খাগড়াছড়িতে ভূমিকম্প ও অগ্নকাণ্ড বিষয়ক মহড়া”
নুরুল আলম:: আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে “খাগড়াছড়িতে ভূমিকম্প ও অগ্নকাণ্ড বিষয়ক মহড়া” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর ২০২৪) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে এই প্রশিক্ষণ দেয়া হয়।
এতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মো: জাকের হোসেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তরিকুল আলম, খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের লিডার মো. জহিরুল আলমসহ সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।
এতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন,জনসচেতনতা এবং যে কোন দূর্যোগে সক্ষমতা অর্জনে এমন উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। এতে প্রশিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসীসহ অনেকে অংশ নেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয়ের সৌজন্যে এ আয়োজন করা হয়।