নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন ২৪ আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
শুক্রবার (১১ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় ২৪ আর্টিঃ ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার বিএ-৫৪৯০ ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি স্বপরিবারে প্রয়োজনীয় স্কটসহ গুইমারা রিজিয়ন হতে গুইমারা উপজেলাধীন ৩টি পূজা মন্ডপ পরিদর্শন ও ৩টি পূজা মন্ডপে মোট ১লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় গুইমারা কেন্দ্রীয় কালী মন্দির ৫০ হাজার া, গুইমারা হরি মন্দির ২৫ হাজার ও গুইমারা চন্ডী মন্দিরে ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
উল্লেখ্য যে, পরিদর্শনকালে বিএ-৭২৩১ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি অধিনায়ক ৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন এবং বিএ-৮০৭১ মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, পিএসসি (বিএম)২৪ আর্টিঃ ব্রিগেড বিএ-৯৫৫৭ মেজর মো: মাসনুর ইসলাম জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।