নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
রবিবার (৬ অক্টোবর ২০২৪) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আরিফুল আমিন, ধাতু চৈত্য বিহারের প্রতিনিধি সাহ্লাপ্রুমারমা, নতুনপাড়া বৌদ্ধ বিহারে প্রতিনিধি দিলীপকার্বারী, ডাক্তারটিলা বৌদ্ধ বিহারের প্রতিনিধি ক্যাজাই মারমা, গুইমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে প্রতিনিধি উগ্য চৌধুরী, বড়থলি ডিপিপাড়া বৌদ্ধ বিহারের ভান্তেসহ গুইমারা উপজেলার প্রায় সকল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বৌদ্ধধর্মীলম্বীদের ভান্তে ও বিহার পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রবারণা পূর্ণমা ও কঠিন চীবর দান উৎসব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।