শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা হাফছড়ি ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে হাতিমুড়া এলাকার ইব্রাহীম মীরকে প্রধান আসামী করে ৪২ জনের নাম উল্লেখ করে ও ৪০ থেকে ৪২ জন অজ্ঞতমানা ব্যক্তিকে আসামী করে গুইমারা থানায় মামলা করা হয়েছে। উক্ত মামলায় জালিয়াপাড়া এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে মো: রেজাউল করিম (২৪) কে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

জানা যায়, ২০১৩ সালে হাতিমুড়া এলাকার আওয়ামীলীর নেতা ইব্রাহীম মীর এর নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা রাতের আধাঁরে হাফছড়ি ইউনিয়ন বিএনপির অফিস (শহীদ জিয়া স্মৃতি সংসদ) ভাংচুর করে। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ তারিখে গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করে। উক্ত মামলায় জালিয়াপাড়ার ইউনুস হাওলাদারের ছেলে মো: রেজাউল (২৪) কে আটক করে গুইমারা থানা পুলিশ।

গুইমারা থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিন জানায়, মো: আবুল কাশেম বাদী হয়ে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগের ভিত্তিতে মো: রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের কেউ আটকের তৎপরতা চলছে। আটককৃত ব্যক্তিতে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!